নিউইয়র্ক-বাংলাদেশ প্রেস ক্লাব ফজলে রশীদ পুরষ্কার'২0১৮ পেলেন মঞ্জুর আহমেদ

নিউইয়র্ক-বাংলাদেশ প্রেস ক্লাব ফজলে রশীদ পুরষ্কার'২0১৮ পেলেন মঞ্জুর আহমেদ

Published On Dec 18, 2021

মো: আলমগীর হোসেন সরকার: বিখ্যাত সাংবাদিক মরহুম ফজলে রশীদ স্মৃতি স্মরণে 'নিউইয়র্ক-বাংলাদেশ প্রেস ক্লাব ফজলে রশীদ অ্যাওয়ার্ড'টি ২0১৮ সালের জানুয়ারিতে প্রেস ক্লাবের ১0ম বার্ষিকী উদযাপন এবং ৬ষ্ঠ নির্বাহী কমিটির নতুন কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠানে প্রবর্তন করা হয়।

নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব ফজলে রশীদ পুরস্কার অ্যাওয়ার্ডটি নিউইয়র্কে মিডিয়া কর্মীদের দীর্ঘ মেয়াদী, সততা ও অসাধারণ অর্জনের উদাহরণ দিয়ে সম্মানিত।

নিউইয়র্ক-বাংলাদেশ প্রেস ক্লাব অ্যাওয়ার্ডটি সাংবাদিকদের সম্মাননা দেয়, যাদের পেশাগত কর্মকাণ্ড সাংবাদিকতার অনুশীলন সম্পর্কে উল্লেখযোগ্য ফলপ্রসূ প্রভাব ফেলে এবং কমিউনিটির বিষয়গুলির সাথে জড়িত থাকার কারণে নিউইয়র্কের জীবনকে সমৃদ্ধ করেছে।

নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব ফজলে রশীদ পুরষ্কারটি প্রথমবারের মতো বিশিষ্ট সাংবাদিক এবং সাপ্তাহিক আজকাল সম্পাদক মঞ্জুর আহমেদকে সম্মানিত করে ।

সিটির জ্যাকসন হাইটস্থ বেলজিনো পার্টি হলে ১২ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় অভিষেক অনুষ্ঠানে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ডা. ওয়াজেদ এ খান, অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান ও সাবেক সভাপতি ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েস, সাবেক সভাপতি আবু তাহের ও মাহফুজুর রহমান, কার্যকরী পরিষদ সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ সহ প্রেসক্লাবের কর্মকর্তা ও উপদেষ্টাগণ প্রবীণ সাংবাদিক মনজুর আহমদ-এর হাতে ‘ফাজলে রশীদ সম্মাননা’প্ল্যাকটি তুলে দেন। এসময় উপস্থিত সকলে করতালি দিয়ে সাংবাদিক মনজুর আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এর আগে সাংবাদিক ফাজলে রশীদ ও মনজুর আহমদ সম্পর্কে সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন প্রেসক্লাবের নবনির্বাচিত সহসভাপতি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম।

এসময় মনজুর আহমদ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রখ্যাত সাংবাদিক ফাজলে রশীদ স্মরণে প্রথমবারের মতো প্রদত্ত সম্মাননা প্ল্যাক পাবো তা ভাবিনি এবং এ বিষয়ে কিছু জানতামও না। ফলে আমি বিস্মিত। আর যেজন্য আমাকে এই সম্মাননা জানানো হলো তার কিছুই আমি করেছি বলে বা যোগ্য বলে নিজেকে মনে করি না। তারপরও বলতে হয়, আমি আনন্দিত।